সংবাদ
১০ই মার্চ ১৯৬৯
আওয়ামী লীগ সভায় গোলটেবিলের ব্যাপারে শেখ মুজিবকে ক্ষমতাদান
লাহোর, ৯ই মার্চ (পিপিআই)।- নিখিল পাকিস্তান আওয়ামী লীগের (ছয় দফা পন্থী) কার্যকরী কমিটির অদ্যকার সভায় গোলটেবিল বৈঠকে যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে শেখ মুজিবর রহমানকে ক্ষমতাদান করা হয়। দুই ঘণ্টাব্যাপী এই সভায় এই ম্যান্ডেট প্রদান করা হয়। কমিটি এক ইউনিট বিলুপ্তি ও সাব-ফেডারেশন গঠন, জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বসহ পূর্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রভৃতি অন্যান্য দাবীর প্রতি লক্ষ্য রাখার আহ্বান জানান হয়।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯