You dont have javascript enabled! Please enable it! 1971.04.11 | আগরতলায় তাজউদ্দীন - সংগ্রামের নোটবুক

১১ এপ্রিল ১৯৭১ঃ আগরতলায় তাজউদ্দীন

আকাশবাণী কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের সিদ্ধান্ত আকাশবাণী থেকে পুনঃপ্রচার করে। ১১ এপ্রিল ময়মনসিংহের তুরা এলাকায় সৈয়দ নজরুল ইসলামের খোঁজ পেলাম এদিন। তাকে সঙ্গে নিয়ে সেদিনই রাত ৮টায় আগরতলায় গেলাম। আগরতলায় খন্দকার মোশতাক আহমদ, কর্নেল এমএজি ওসমানীসহ অন্যান্য আরও কয়েকজন আ’লীগ নেতৃবৃন্দকে পেলাম।  আগরতলায় এক বৈঠকে সিদ্ধান্ত হলো চুয়াডাঙ্গায় গণপ্রজাতন্ত্রী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা ১৪ এপ্রিল প্রকাশ্যে শপথগ্রহণ করবেন। সেখানেই (চুয়াডাঙ্গাতেই) রাজধানী স্থাপন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাজকর্ম পরিচালনা করা হবে। আমি ঠিক করলাম এ রাজধানীর নাম হবে মুজিবনগর।  কিন্তু একজন সহকর্মীর অসাবধানতার জন্য সেই সিদ্ধান্ত সংবাদপত্রে প্রচারিত হয়ে যায়। ফলে পাকিস্তান বাহিনী চুয়াডাঙ্গার সেই নির্দিষ্ট স্থানে প্রবল বোমাবর্ষণ করে।