দৈনিক পয়গাম
৬ই মার্চ ১৯৬৯
মোহাজেরদের প্রতি শেখ মুজিব স্থানীয় জনগণের সহিত একাত্ম হইয়া বাস করুন
(স্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান স্থানীয় জনসাধারণের সহিত একাত্ম হইয়া বসবাস করার জন্য মোহাজেরদের উপদেশ দেন। তিনি বলেন যে, স্বাধীনতা আন্দোলনে মোহাজেররা যে ত্যাগ স্বীকার করিয়াছে এই দেশের জনগণ তাহা কখনও বিস্মৃত হইবে না।
শেখ মুজিব গতকল্য (বুধবার) স্বীয় বাসভবনে আগত বহুসংখ্যক মোহাজেরের উদ্দেশে ভাষণ দান করিতেছিলেন। পূর্বাহ্নে মোহাজেররা মীরপুর হইতে শোভাযাত্রা করিয়া শেখ সাহেবের বাসভবনে আগমন করে। তাহারা শেখ মুজিবের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করিয়া শ্লোগান দেয়।
তিনি তাহাদের আশ্বাস দিয়া বলেন যে, মোহাজের এই দেশেরই নাগরিক এবং তিনি তাহাদের স্বার্থ রক্ষা করিবেন।
আওয়ামী লীগ নেতা জনসাধারণের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করিয়া বলেন, একমাত্র এই ঐক্যের উপর ভিত্তি করিয়াই আমরা সংগ্রামে জয়ী হইতে পারিব। মোহাজেররা শেখ সাহেবকে বিপুলভাবে মাল্যভূষিত করে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯