দৈনিক ইত্তেফাক
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
গণসম্বর্ধনা সভার নির্দেশ-
(ষ্টাফ রিপোর্টার)
গতকাল (রবিবার) রমনা রেসকোর্সে প্রদত্ত গণসম্বর্ধনায় গৃহীত প্রস্তাবে জনসাধারণের দাবীর প্রতি বিশ্বাসের জন্য শেখ মুজিবর রহমানকে ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ ও বুদ্ধিজীবীদের তরফ হইতে অভিনন্দন জানান হয়। প্রস্তাবে শেখ মুজিবকে ছাত্র সমাজের ১১-দফা দাবী আদায়ের আন্দোলনে শরীক হইতে আহ্বান জানান হয়। প্রস্তাবে বলা হয় যে, ছাত্র সমাজের ১১-দফা দাবী আদায় হইলে জনসাধারণের সমস্যাবলী ও দাবী-দাওয়া পূরণ হইবে।
এক প্রস্তাবে প্রেস এ্যাণ্ড পাবলিকেসন্স অর্ডিন্যান্স ও নিরাপত্তা আইনের ন্যায় দমনমূলক আইন এখনও প্রচলিত থাকায় উদ্বেগ প্রকাশ করিয়া ঐ আইন গুলি বাতিলের দাবী জানান হয়। সভায় প্রোগ্রেসিভ পেপার্স লিমিটেডকে উহার আসল মালিকদের হস্তে প্রত্যর্পণের দাবী জানান হয়।
এক প্রস্তাবে সকল মৌলিক গণতন্ত্রী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের আগামী ৩রা মার্চের মধ্যে পদত্যাগের দাবীর পুনরুল্লেখ করা হয়। প্রস্তাবে বলা হয় যে, তাহারা পদত্যাগ না করিলে জনসাধারণ তাহাদের নিকট হইতে পদত্যাগ আদায় করিবেন। এক প্রস্তাবে বর্তমান সরকারের আমলে যাঁহারা খেতাব পাইয়াছেন তাহাদিগকে খেতাব ৩রা মার্চের মধ্যে বর্জন করিতে বলা হয়।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯