You dont have javascript enabled! Please enable it! 1969.02.24 | শেখ মুজিবর রহমানকে সামরিক হেফাজতে প্রেরণের কাহিনী বর্ণনা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
‘এই দেশেতে জন্ম আমার- ‘

গণ-সম্বর্ধনাসভায় বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান তাঁকে সামরিক হেফাজতে প্রেরণের কাহিনী বর্ণনা প্রসঙ্গে একটি হৃদয়-বিদারক কিন্তু দৃপ্তশপথের প্রজ্ঞাবহ ঘটনার অবতারণা করেন।
তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘ দুই বৎসর নিরাপত্তা আইনে কারাগারে থাকার পর একদিন শুনিলাম, সরকার আমাকে ছাড়িয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়াছেন। বিশ্বাস করি নাই। অবিশ্বাসে ভর করিয়া কারাগার ফটকে আসিয়া দেখি, আশঙ্কা অমূলক নয়। সঙ্গীন উঁচাইয়া ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে সেনাবাহিনীর জওয়ানরা দণ্ডায়মান। ওরা বলিল, ‘শেখ সাহেব, আপনাকে আবার গ্রেপ্তার করা হইল’। আমি জানিতে চাহিলাম, ‘কোন্ আইনে? ওরা কি সব বলিল বুঝি নাই। একটা গাড়ী দেখাইয়া বলিল, ‘উঠুন।’ মনে মনে চরমক্ষণের জন্য প্রস্তুতি লইলাম। বলিলাম, ‘এক মুহূর্ত সময় চাই।’ এই মুহূর্তে কারাগারের সামনের রাস্তা হইতে এক মুঠি মাটি লইয়া কপালে লাগাইয়া খোদার কাছে আকুতি জানাইলাম, “এই দেশেতে জন্ম আমার, যেন এই দেশেতেই মরি।”
ঘটনার বর্ণনা দানকালে শেখ সাহেবের কণ্ঠ বুজিয়া আসিতেছিল প্রবল উচ্ছাসে, আর সম্বর্ধনাসভার মহাসমুদ্র বিচিত্র দেশপ্রেমের অপূর্ব মহিমার শিহরণ উপলব্ধি করিতে ছিল নিষ্পলকে।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯