You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবের মুক্তিতে আজম খানের অভিনন্দন

লাহোর, ২৩শে ফেবরুয়ারী।-লেঃ জেনারেল আজম খান অদ্য শেখ মুজিবর রহমানের প্রতি প্রেরিত এক তারবার্তায় বলেন যে, জাতির প্রতি তাহার যে আত্মত্যাগ তাহা অপরিসীম।
তারবার্তায় জেনারেল আজম বলেন, আপনার মুক্তির প্রতি সমগ্ৰ জাতি অভিনন্দন জ্ঞাপন করিয়াছে। আমার এবং আমার পরিবারের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। —পিপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯