You dont have javascript enabled! Please enable it! 1969.02.24 | শেখ মুজিব সম্বৰ্দ্ধনা সভার প্রস্তাবাবলী | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিব সম্বৰ্দ্ধনা সভার প্রস্তাবাবলী
(ষ্টাফ রিপোর্টার)

সদ্য কারামুক্ত জননেতা শেখ মুজিবর রহমানের সম্বর্দ্ধনার জন্য সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক গতকাল রবিবার ঘোড়াদৌড় ময়দানে অনুষ্ঠিত সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ৩রা মার্চের মধ্যে সকলকে মৌলিক গণতন্ত্রী, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যপদ হইতে পদত্যাগ ও বর্তমান সরকারের প্রদত্ত খেতাব বর্জ্জনের আহ্বান জানান হইয়াছে।
প্রস্তাবে বলা হইয়াছে যে, ৩রা মার্চের মধ্যে সদস্যপদ হইতে পদত্যাগ ও খেতাব বর্জ্জন করা না হইলে পদত্যাগ ও খেতাব বর্জ্জনে বাধ্য করা হইবে।
সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদ সভায় গৃহীত অপর এক প্রস্তাবে শাসনতন্ত্রের কাঠামোর মধ্যে ১১-দফাকে স্থান দেওয়ার দাবী করা হইয়াছে।
অপর এক প্রস্তাবে নিরাপত্তা আইন প্রেস ও পাবলিকেসন্স অর্ডিন্যান্স প্রত্যাহারে দাবীতে আগামী ৪ঠা মার্চ সমগ্র পূর্ব্ব পাকিস্তান ব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ছাত্র, শ্রমিক ও মেহনতী মানুষের পক্ষ হইতে শেখ মুজিবর রহমানের প্রতি প্রাণঢালা সম্বৰ্দ্ধন জ্ঞাপন এবং ১১-দফা বাস্তবায়নের আহ্বান জানাইয়া সভায় এক প্রস্তাব গ্রহণ করা হয়।
একটি প্রস্তাবে বলা হয় যে, ১১-দফা প্রতিষ্ঠার মাধ্যমেই পূৰ্ব্ব পাকিস্তানের স্বাধিকার ও মানুষের দাবী প্রতিষ্ঠিত হইতে পারে।
সম্বৰ্দ্ধনা সভায় গৃহীত অপর প্রস্তাবে নিরাপত্তা আইন ও প্রেস ও পাবলিকেশন্স অর্ডিন্যান্স প্রত্যাহার এবং লাহোরের প্রগ্রেসিভ পেপারস লিমিটেড প্রকৃত মালিক পক্ষের নিকট ফিরাইয়া দেওয়ার দাবী করা হইয়াছে।
এক প্রস্তাবে অতিসত্ত্বর জনসাধারণের হাতে দেশের শাসন ক্ষমতা ফিরাইয়া দেওয়ার দাবী করা হয়।
সম্বৰ্দ্ধনা সভায় গৃহীত অপর কয়েকটি প্রস্তাবে রাজনৈতিক মামলা ও হুলিয়া প্রত্যাহার, ডক্টর শামসুজ্জোহার পরিবারকে ক্ষতিপূরণ দানের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ ও সম্মিলিত বাহিনীর গুলিতে নিহত অন্য সকল শহীদের পরিবারকে ক্ষতিপূরণ দানের দাবী করা হইয়াছে।
সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদের নামে চাঁদা উঠাইবার নিন্দা করিয়া গৃহীত প্রস্তাবে বলা হয় যে, ইহা স্বার্থবাদী গোষ্ঠীর কারসাজি। প্রস্তাবে বলা হয় যে, ছাত্র সংগ্রাম পরিষদের সকল সিদ্ধান্ত সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হইয়া থাকে। অপর এক প্রস্তাবে আজ সোমবার শিক্ষকদের কর্মসূচীর প্রতি অভিনন্দন জানান হয়।
ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আগামী ঈদে কালব্যাজ ধারণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাইয়া একটি প্রস্তাব গ্রহণ করিয়াছেন।
ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য জনাব মোস্তফা জামাল হায়দার প্রস্তাবগুলি পেশ করেন এবং সমবেত জনতা হাত তুলিয়া উহা সমর্থন করেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯