আজাদ
৯ই অক্টোবর ১৯৬৮
শেখ মুজিবের প্যারোলে মুক্তি: প্রেসিডেন্ট সমীপে ভাসানীর তার
(ষ্টাফ রিপোর্টার)
মৃত্যুশয্যায় শায়িতা বৃদ্ধা মাতাকে এক নজর দেখিবার জন্য পূর্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত শেখ মুজিবর রহমানকে অন্ততঃ প্যারোলে মুক্তিদানের জন্য ন্যাশানাল আওয়ামী পার্টির (পিকিংপন্থী) সভাপতি মওলানা ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খানের নিকট আবেদন জানাইয়াছেন।
গতকাল মঙ্গলবার ন্যাপ প্রধান পাকিস্তানের প্রেসিডেন্টের নিকট প্রেরিত তারবার্তায় উক্ত আবেদন জানান। তারবার্তায় বলা হইয়াছে, “অনুগ্রহপূর্ব্বক মৃত্যুশয্যায় শায়িতা মাতাকে দেখিবার জন্য শেখ মুজিবকে অন্ততঃ প্যারোলে মুক্তিদান করুন।”
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮