You dont have javascript enabled! Please enable it! 1968.10.02 | আমেনা বেগম কর্তৃক শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দানের আহ্বান | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২রা অক্টোবর ১৯৬৮
আমেনা বেগম কর্তৃক শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দানের আহ্বান
(ষ্টাফ রিপোর্টার)

পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মৃত্যুশয্যায় শায়িত বৃদ্ধা মাতার সঙ্গে সাক্ষাতের সুযোগদানের জন্য অবিলম্বে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানকে মানবিক কারণে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন জানাইয়াছেন।
বিবৃতিতে তিনি বলেন, শেখ মুজিবের বৃদ্ধা জননী (৭৬) গত কিছুদিন যাবৎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ পল্লীভবনে কঠিন রোগে আক্রান্ত হইয়া মৃত্যুশয্যায় শায়িত রহিয়াছেন। তাঁহার অবস্থা বৰ্ত্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। অসুস্থ জননী তাঁহার পুত্র শেখ মুজিবকে দেখার জন্য উদ্বিগ্ন রহিয়াছেন।
তিনি অভিযোগ করিয়া বলেন যে, শেখ মুজিবকে প্যারোলে মুক্তিদানের জন্য ইতিপূৰ্ব্বে মিসেস শেখ মুজিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যে আবেদন জানাইয়াছেন, এই পর্য্যন্ত তাহার কোন জওয়াব পাওয়া যায় নাই।
মিসেস আমেনা বেগম মানবতার খাতিরে শেখ মুজিবকে প্যারোলে মুক্তি প্রদান করিয়া রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সরকারের সহিঞ্চুতার পরিচয় প্রদানের আহ্বান জানান৷

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮