১০ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – কুমিল্লা
সকালে লাকসামে পাকবাহিনীর সাথে লেঃ ইমামুজ্জামানের ৭০ জন যোদ্ধার মুখোমুখি লড়াই শুরু হয়। এ আক্রমনে মুক্তিবাহিনীর মাত্র দুটি এলএমজি ছিল বাকি সব ৩০৩ রাইফেল। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর দুজন লেফটেন্যান্টসহ ২৬ জন সৈন্য নিহত এবং ৬০ জন সৈন্য আহত হয়। এ সংঘর্ষের পর পর কুমিল্লা থেকে সরবরাহ ও সৈন্য পেয়ে পাকবাহিনীর সৈন্যরা শক্তিশালী হয়ে মেশিনগান, মর্টার ও আর্টিলারীর গোলাগুলি শুরু করে। চার ঘন্টা গুলি বিনিময়ের পর গোলাবারুদ শেষ হয়ে গেলে মুক্তিযোদ্ধারা পিছু হটে। পরে পাক বাহিনী লাকসাম দখল করে নেয়। রাতে নুরুল হক এমএনএ এবং অপর দুজন এমপিএ ইমামুজ্জামানকে ২ টা এলএমজি ৪টা এসএলআর দেন। ইমামুজ্জামামের দল রাতেই কিছু বিস্ফোরক দিয়ে দৌলতগঞ্জ ব্রিজ উড়িয়ে দেন।