আজাদ
১৬ই জুন ১৯৬৮
আওয়ামী লীগের “মামলা পরিচালনা কমিটির” সভা আহ্বান
(ষ্টাফ রিপোর্টার)
প্রাদেশিক আওয়ামী লীগ (ছয়দফা পন্থী) কর্তৃক গঠিত ‘মামলা পরিচালনা কমিটির’ এক সভা আগামী মঙ্গলবার বিকাল পাঁচটায় আওয়ামী লীগ কার্য্যালয় ১৫ নম্বর পুরানা পলটনে অনুষ্ঠিত হইবে।
আগরতলা মামলায় অভিযুক্ত শেখ মুজিবুর রহমানকে আইনানুগ সাহায্য প্রদানের উদ্দেশ্যে আওয়ামী লীগ কর্তৃক গঠিত ‘মুজিব তহবিলে’ চাঁদা সংগ্রহের জন্য একটাকা, পাঁচ টাকা, দশ টাকা, পঁচিশ টাকা, পঞ্চাশ টাকা ও একশত টাকার কুপন তৈরী করা হইয়াছে। এই কুপন এডভোকেট মাঈজউদ্দিন, ৩০ নম্বর সেন্ট্রাল রোড, কামালপুর, ঢাকা-১৪ এবং জনাব মহিবুস সামাদ, ৬০ নম্বর ধানমণ্ডী আবাসিক এলাকা (৭ নম্বর রোড), ঢাকা- ২ হইতে সংগ্রহ করা যাইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮