আজাদ
২৭শে জুন ১৯৬৮
শেখ মুজিব তহবিলের জন্য কুপনের ব্যবস্থা
(ষ্টাফ রিপোর্টার)
রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্যদের (আগরতলা ষড়যন্ত্র মামলা) মামলা পরিচালনার ব্যয়ভার বহনের জন্য পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের “মামলা পরিচালনা কমিটী” অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন মূল্যের কুপন প্রস্তুত করিয়াছেন।
পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক গতকাল বুধবার এক প্রেস রিলিজে উপরোক্ত তথ্য প্রকাশ করিয়াছেন।
প্রেস রিলিজে বলা হইয়াছে যে, পশ্চিম পাকিস্তান হইতে কৌসুলী আনয়নের জন্য যোগাযোগ করা হইয়াছে। ইহাছাড়া বিদেশ হইতে কৌসুলী আনারও উদ্যোগ গ্রহণ করা হইতেছে।
উক্ত মামলা পরিচালনার জন্য কুপন ক্রয় করিয়া মুক্তহস্তে “মুজিব তহবিলে” সাহায্যের উদ্দেশ্যে দেশের সকল মহলের প্রতি প্রেস রিলিজে আহ্বান জানান হয়।
“মুজিব তহবিলে” যাহারা সাহায্য করিতে ইচ্ছুক, তাহাদের ১৫ নম্বর পুরানা পল্টন; পুর্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ঠিকানায় মানি অর্ডার অথবা অর্থ প্রেরণের জন্য বলা হইয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮