১০ এপ্রিল ১৯৭১ঃ পাবনা পাক সেনাদের দখলে
পাবনায় এদিন সকালে বিমান হামলা হয়। বিমান হামলায় মুক্তিবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। পাবনা অভিমুখে অগ্রসরমান পাকসেনাদের একটি বিশাল বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নগরবাড়ি ঘাটে এসে পৌঁছায়। মুক্তিযোদ্ধারা নগরবাড়িঘাটে পাকসেনাদের প্রতিরোধ করলে কয়েক ঘন্টা গুলি বিনিময় হয়। ঝড় বৃষ্টি এবং যানবাহনের অভাবে মুক্তিযোদ্ধারা সুবিধা করতে পারেনি। আগেরবার পরাজিত হওয়ায় এবার তারা শেলিং শুরু করে। শেলিং এর কারনে অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়। এ সংঘর্ষে পাবনার বিশিষ্ট সংগীত শিল্পী গোলাম সরওয়ার শহীদ হন। পাকসেনারা মুক্তিযোদ্ধোদের প্রতিরোধ ভেদ করে পাবনার দিকে অগ্রসর হয়। পাবনা পুনরায় পাকসেনাদের দখলে চলে যায়। মুক্তিযোদ্ধাদের একটি অংশ বেরায় অবস্থান নেয়। বগুড়া থেকে বেরায় সৈন্য এনেও তেমন লাভ হয়নি। পাক বর্বররা শহরে প্রবেশকালে রাস্তার দুপাশের বাড়িঘর, দোকানপাট ও প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেয় এবং গুলি করে অগণিত মানুষকে হত্যা করে।