You dont have javascript enabled! Please enable it! 1968.04.19 | চট্টগ্রাম আওয়ামী লীগ দ্বিবার্ষিক সম্মেলন - জেলখানায় অসুস্থ আওয়ামী লীগ নেতাদের মুক্তি দাবী | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৯শে এপ্রিল ১৯৬৮
চট্টগ্রাম আওয়ামী লীগ: দ্বিবার্ষিক সম্মেলন
জেলখানায় অসুস্থ আওয়ামী লীগ নেতাদের মুক্তি দাবী

চট্টগ্রাম, ১৬ই এপ্রিল। সম্প্রতি চট্টগ্রাম সদর উত্তর ও দক্ষিণ মহকুমার দ্বিবার্ষিক যুক্ত কাউন্সিল অধিবেশনে চট্টগ্রাম জে, এম, সেন হলে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা জনাব এম, এ, আজিজ সভায় সভাপতিত্ব করেন। জনাব এম, এ, আজিজ তাহার ভাষণে শেখ মুজিবুর রহমানের পরিবারবর্গের সহিত শেখ সাহেবের যোগাযোগ রক্ষার সুযোগ দানের জন্য সরকারের নিকট দাবী জানান। শেখ সাহেবের বিচার প্রকাশ্যে অনুষ্ঠানের ব্যবস্থা ও আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজ্ঞ নিয়োগের সুযোগ দেওয়ার কারণ বিশ্লেষণ করিয়া তিনি বলেন, দেশের স্বাভাবিক আইন মতে আদালতের বিচারকের সুক্ষ্ম বিচার আওয়ামী লীগ তথা দেশবাসী প্রত্যক্ষ করার সুযোগ লাভ করিবে, ফলে শেখ সাহেব ও অন্যান্যরা যদি প্রকৃত দোষী সাব্যস্ত হয় তাহা হইলে আগরতলা ষড়যন্ত্রের ন্যায় হীন কার্য্যের জন্য আমরা একযোগে নিন্দা করিব 1 জনাব আজিজ বলেন, আওয়ামী লীগ নেতা জনাব আবদুল মান্নান অসুস্থ, প্রাদেশিক ছাত্রলীগের প্রাক্তন সম্পাদক জনাব আবদুর রাজ্জাক হাসপাতালে, ন্যাপ নেতা বাবু জিতেন ঘোষ বসন্ত রোগে আক্রান্ত, আওয়ামী লীগ কৰ্ম্মী নুরুল ইসলাম যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণিতেছে। তিনি অবিলম্বে মানবতার খাতিরে এইসব দেশপ্রেমিকের অমূল্য জীবন রক্ষার্থ অবিলম্বে মুক্তি দানের জন্য সরকারের প্রতি দাবী জানান।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮