আজাদ
২৬শে ফেব্রুয়ারি ১৯৬৮
শেখ মুজিবর রহমান সম্পর্কে প্রেসনোট প্রকাশের দাবী
যশোর, ২৪শে ফেবরুয়ারী। – যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোশাররফ হোসেন সরকারের নিকট শেখ মুজিবর রহমানকে কোথায় রাখা হইয়াছে তাহা জানাইয়া এবং তাহার শারীরিক অবস্থা সম্পর্কে প্রেসনোট প্রকাশের দাবী জানাইয়া এক বিবৃতি দিয়াছেন।
বিবৃতিতে তিনি বলেন যে, আওয়ামী লীগ প্রধান ও পাকিস্তানের জনদরদী শেখ মুজিবর রহমান আজ এক অজানা অবস্থায় সরকারের হাতে বন্দী। সরকার কর্তৃক প্রচারিত প্রেসনোটে তাঁহাকে আগরতলা ষড়যন্ত্রে অভিযুক্ত করা হইয়াছে। এই অভিযোগ সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই জন্ম দিয়াছে অবিশ্বাসের। পাকিস্তান সৃষ্টিতে তাহার সংগ্রামী ভূমিকা ও নবীন চারণের ন্যায় মরহুম হোসেন শহীদ সোহরওয়ার্দীর পাশে পূর্ব্ব বাংলার আনাচে-কানাচে ঘুরিয়া ঘুরিয়া পাকিস্তান আন্দোলনকে সার্থক করিয়া তোলার কথা দেশবাসী বিস্মৃত হয় নাই। প্রিয় নেতার বর্তমান অবস্থান ও তাহার শারীরিক অবস্থা সম্পর্কে জানার আগ্রহে জনগণ আজ ব্যাকুল। আমি শ্রদ্ধেয় নেতার বর্ত্তমান অবস্থান, শারীরিক শারীরিক অবস্থা সম্পর্কে প্রেসনোট প্রকাশ এবং আনীত মামলায় তাঁহাকে আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁহার পরিবারের সদস্যদের ও তাঁর নিযুক্ত কৌসুলীকে সাক্ষাৎদানের দাবী জানাইতেছি। — সংবাদদাতা
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮