সংবাদ
১৫ই ফেব্রুয়ারি ১৯৬৮
গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের কাউন্সিল সম্মেলন সমাপ্ত
গোপালগঞ্জ, ১৩ই ফেব্রুয়ারী (সংবাদদাতা)। সম্প্রতি গোপালগঞ্জ আওয়ামী লীগ অফিসে ডঃ ফরিদ আহমদের সভাপতিত্বে গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ডঃ ফরিদ আহমদ ও নাজির আহমদ তালুকদারকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ইহা ছাড়া ২৫ জন জেলা আওয়ামী লীগ কাউন্সিলের নির্বাচন করা হয়।
সভায় গৃহীত প্রস্তাবে ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন, অবিলম্বে শেখ মুজিবর রহমানের প্রকাশ্যে বিচার এবং তাঁহার স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কে প্রেসনোট প্রকাশের দাবী জানানো হয়।
ইহা ছাড়া মহকুমার ৪টি থানা কমিটিও গঠন করা হয়। জনাব কাজী আবদুর রশীদ ও জনাব আবুল হাশেম গোপালগঞ্জ টাউন কমিটির, জনাব হোসেন খান ও জনাব নূরুল কাদির কাশিয়ানী থানার, জনাব মাজেদুর রহমান ও জনাব নূর মোহাম্মদ মুকসুদপুর থানার, শ্রী সতীশ চন্দ্র হালদার ও শেখ আবদুল আজিজ কোতওয়ালী পাড়া থানার এবং জনাব আবদুল বারী ও জনাব কামরুল ইসলাম গোপালগঞ্জ থানা কমিটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
পূর্বাহ্নে কারামুক্ত আওয়ামী লীগ নেতা শ্রী মুকুন্দ লাল সরকারকে কর্মিগণ মাল্যভূষিত করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮