সংবাদ
৫ই ফেব্রুয়ারি ১৯৬৮
ঢাকা শহর আওয়ামী লীগ কর্তৃক শেখ মুজিব ও ৬-দফার প্রতি আস্থা প্রকাশ
(নিজস্ব বার্তা পরিবেশক)
ঢাকা শহর আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি পুনরায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা প্রকাশ করিয়া সরকারী প্রেসনোটের আকারে তাঁহার বর্তমান অবস্থান সম্পর্কিত খবর সর্বসাধারণ্যে প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানাইয়াছে। গত শনিবার জনাব বাহারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত এক প্রস্তাবে উপরোক্ত দাবী জানানো হয়। সভায় ৬-দফা আদায়ের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অনুকূলে দৃঢ়মত প্রকাশ করা হয়।
ইহাছাড়া সভায় গৃহীত অন্যান্য প্রস্তাবে জনাব তাজউদ্দিন আহমদ ও খোন্দকার মোশতাকসহ সকল রাজবন্দীর মুক্তি, অবিলম্বে জরুরী আইন প্রত্যাহার এবং প্রদেশের বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারীর সমালোচনা করা হয়।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে খাদ্যশস্যসহ বিভিন্ন নিত্যব্যবহার্য দ্রব্যের উচ্চমূল্যের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করিয়া প্রদেশব্যাপী রেশনিং প্রথা প্রবর্তনের দাবী জানানো হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮