আজাদ
৬ই ফেব্রুয়ারি ১৯৬৮
নোয়াখালী মহকুমা আঃ লীগ
শেখ মুজিবর সম্পর্কে সরকারী প্রেসনোট দাবী
নোয়াখালী, ৪ঠা ফেব্রুয়ারী। গতকাল বিকাল ৩ ঘটিকায় নোয়াখালী সদর মহকুমা আওয়ামী লীগ কার্য্যকরী সংসদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। জনাব ছাখাওয়াত উল্লাহ এডভোকেট সভাপতিত্ত্ব করেন। সভায় বিভিন্ন সদস্য বর্ত্তমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনাক্রমে পূৰ্ব্ব পাক আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের নেতৃত্ত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে। আওয়ামী লীগ এর ঐতিহাসিক কৰ্ম্মসূচী ৬ দফা তথা স্বায়ত্তশাসনের দাবীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন ও উহা বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টির অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনাব শেখ মুজিবর রহমানের বর্তমান শারীরিক অবস্থা ও বর্তমান অবস্থান সম্বন্ধে সরকারী বিজ্ঞপ্তির ব্যাপক দাবী সত্ত্বেও সরকার কর্তৃক অদ্যাবধি কোন বিজ্ঞপ্তি প্রকাশ না করায় গভীর দুঃখ প্রকাশ করা হয় এবং জনগণের আকুল প্রতীক্ষার আশু আস্থা রাখার জন্য অনতিবিলম্বে একটি সরকারী বিজ্ঞপ্তি প্রকাশের জোর দাবী করা হয়। দেশের প্রচলিত সাধারণ আইন অনুসারে উন্মুক্ত আদালতে শেখ মুজিবর রহমানের বিচারের দাবী করা হয় এবং তাহাকে আত্মপক্ষ সমর্থন করার সর্ব্বপ্রকার সুযোগ প্রদান করার দাবী করা হয়। আওয়ামী লীগ নেতা জনাব তাজদ্দিন, খোন্দকার মুসতাক আহমদ প্রমুখ ও ন্যাপ নেতা হাজী দানেশসহ সকল রাজবন্দী, শ্রমিক ও ছাত্রনেতাদের আশু মুক্তি দাবী করা হয়।
জরুরী অবস্থার অবসান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করার দাবী করা হয়। দেশব্যাপী মহামারী আকারে বসন্তের প্রাদুর্ভাব গভীর উদ্বেগ প্রকাশ করিয়া উহার নিরসনের জন্য ব্যাপক প্রতিষেধক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবী করা হয়।
সদর মহকুমা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হইয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮