সংবাদ
২২শে জানুয়ারি ১৯৬৮
পঃ বগুড়া মহকুমা আওয়ামী লীগ
জরুরী অবস্থা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তি দাবী
বগুড়া, ২০শে জানুয়ারী (সংবাদদাতা)।- গত ১১ই জানুয়ারী সান্তাহারে পশ্চিম বগুড়া মহকুমা আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সেক্রেটারী জনাব এ, কে মুজিবুর রহমান।
দেশের রাজনৈতিক ও খাদ্য পরিস্থিতি ও সংগঠনের উপর বিভিন্ন বক্তার বক্তৃতার পর জনাব মুজিবুর রহমান মোল্লা ও জনাব মোহাম্মদ আলীকে সম্পাদক নির্বাচিত করিয়া পশ্চিম বগুড়া মহকুমা আওয়ামী লীগ কমিটি গঠিত হয়। অতঃপর সভায় দেশ হইতে অবিলম্বে জরুরী আইন প্রত্যাহার, কারাগারে আবদ্ধ অসুস্থ আওয়ামী লীগ প্রধান শেখ মুজীব, তাজউদ্দিন, খন্দকার মোস্তাক, হাজী দানেশ, আলতাফ হোসেন ও মতিয়া চৌধুরীসহ সমস্ত রাজবন্দীর আশু মুক্তি, দৈনিক ইত্তেফাকের উপর হইতে বিধিনিষেধ প্রত্যাহার, সার্বজনীন ভোটাধিকার প্রভৃতি দাবী জানাইয়া কতকগুলি প্রস্তাব পাশ করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮