সংবাদ
২৮শে জানুয়ারি ১৯৬৮
নোয়াখালীতে ছাত্র ধর্মঘট ও শোভাযাত্রা
নোয়াখালী, ২৭শে জানুয়ারী (নিজস্ব সংবাদদাতা)।- অদ্য নোয়াখালী কলেজের ছাত্রগণ পূর্ণ ধর্মঘট পালন করে। কলেজ ধর্মঘটের পর ছাত্রগণ শহরের প্রধান প্রধান রাস্তাসমূহ পরিদর্শন করেন। শোভাযাত্রাকারিগণ শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তি দাবী করেন। ইহাছাড়া তাহারা জরুরী অবস্থা প্রত্যাহার ও হামিদুর রহমান কমিশন রিপোর্ট বাতিলের জন্যও শ্লোগান প্রদান করেন।
পরে শোভাযাত্রাকারিগণ ফজলুল এলাহীর সভাপতিত্বে এক ছাত্রসভায় মিলিত হন।সভায় মিজানুর রহমান, আবুল কালাম, জয়নাল আবেদিন ও বদিউল আলম বক্তৃতা করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮