১০ এপ্রিল ১৯৭১ঃ যুক্তরাজ্যে স্বাধীনতা আন্দোলন
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এলেক ডগলাস হিউমের সাথে সাক্ষাৎ করে শেখ মুজিবের মুক্তি এবং পূর্ব বাংলায় হত্যাযজ্ঞ বন্ধ করার উদ্দেশে ব্য বস্থা গ্রহনের আহবান জানান। হিউম আবু সাঈদ চৌধুরীকে আশ্বাস দেন এ বিষয়ে তিনি যতদুর সম্ভব কূটনীতিক চাপ দিয়ে যাবেন। আলাপের সময় পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিন এশিয়া ডেস্কের সাদারলেনড ও বেরিংটন উপস্থিত ছিলেন। হিউম আবু সাঈদ চৌধুরীকে তার অবস্থান বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ চৌধুরী হিউমকে জানান বাংলাদেশ স্বাধীন হওয়া অবধি তিনি লন্ডন থাকবেন। সাক্ষাতের পর আবু সাঈদ চৌধুরী বিবিসি কার্যালয়ে যান। সেখানে তিনি সাক্ষাৎকার প্রদান করেন। সাক্ষাৎকার গ্রহন করেন সিরাজুর রহমান চৌধুরী ও শ্যামল লোধ। সাক্ষাতকারটি বিবিসি সেদিনই প্রচার করে। এর পরপরই দি টেলিগ্রাফ এর পিটার গিল আবু সাঈদ চৌধুরী সাক্ষাৎকার গ্রহন করেন। উক্ত সাক্ষাৎকারের পর আবু সাঈদ চৌধুরী সাথে পাকিস্তান দুতাবাসের ২য় সচিব মহিউদ্দিন সাহেবের সাথে পরিচয় করে দেয়া হয়। মহিউদ্দিন আবু সাঈদ চৌধুরীকে জানান নির্দেশের অপেক্ষায় আছি। যেহেতু প্রবাসী সরকার গঠিত হয়নি বিচারপতি আবু সাঈদ চৌধুরী মহিউদ্দিনকে অপেক্ষা করতে বলেন।