সংবাদ
৭ই জানুয়ারি ১৯৬৮
আইন আদালত: শেখ মুজিবরের মামলার শুনানী স্থগিত
(নিজস্ব বার্তা পরিবেশক)
গতকাল শনিবার ঢাকায় এ, ডি, এম জনাব এম, এস, খান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত মামলায় শুনানী বাদী-বিবাদী উভয় পক্ষের অনুরোধে স্থগিত রাখিয়াছেন।
আগামী ১৩ই জানুয়ারী পরবর্তী শুনানীর দিন ধার্য হইয়াছে। ১৯৬৪ সালের ২৯শে মার্চ পল্টন ময়দানে একটি ‘আপত্তিকর’ বক্তৃতা প্রদানের অভিযোগে শেখ মুজিবের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারা ও ফৌজদারী দণ্ডবিধির ১২৪/এ ধারাবলে এই মামলাটি দায়ের করা হয়।
বিবাদীর পক্ষে কোর্টে হাজির হন মেসার্স মোহাম্মদ উল্লাহ ও আবুল হোসেন। বাদীপক্ষে থাকেন জনাব মতিউর রহমান।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮