সংবাদ
২০শে জানুয়ারি ১৯৬৮
শেখ মুজিবের মুক্তির দাবীতে জগন্নাথ কলেজে ছাত্র ধর্মঘট ও শোভাযাত্রা
(নিজস্ব বার্তা পরিবেশক)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের মুক্তির দাবীতে গতকাল জগন্নাথ কলেজের ছাত্রগণ পূর্ণ ধর্মঘট পালন করে। পিপিএ পরিবেশিত খবরে প্রকাশ, ধর্মঘটী ছাত্রগণ একটি দীর্ঘ শোভাযাত্রাও বাহির করে। শোভাযাত্রাটি সদরঘাট, নওয়াবপুর রোড, রেলওয়ে হসপিটাল রোড এবং ফুলার রোড হইয়া ইকবাল হলের সন্নিকটে যাইয়া শেষ হয়। শোভাযাত্রীগণ সেখানে একটি প্রতিবাদ সভায় মিলিত হন। ধর্মঘটী শোভাযাত্রিগণ ‘শেখ মুজিবের মুক্তি চাই’, ‘আঞ্চলিক স্বায়ত্তশাসন’ ও ‘গণতন্ত্র কায়েম’ প্রভৃতির দাবীতে শ্লোগান প্ৰদান করে। ইকবাল হলের নিকটে এই সভায় বহু ছাত্রনেতা বক্তৃতা করেন। সভাশেষে ছাত্রগণ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হইয়া যায়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮