You dont have javascript enabled! Please enable it! 1971.08.11 | সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী এ এ গ্রোমিকোর ভারত সফর উপলক্ষে ভারত- সোভিয়েত বিবৃতি থেকে - সংগ্রামের নোটবুক

সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী
এ এ গ্রোমিকোর ভারত সফর উপলক্ষে ১৯৭১ সালের ১১ আগস্ট প্রচারিত যুক্ত ভারত- সোভিয়েত বিবৃতি থেকে

‘…বিভিন্ন সাক্ষাৎকার ও আলোচনা চলার সময় উভয়পক্ষ সন্তোষের সঙ্গে লক্ষ্য করেন যে, আলোচিত নানা সমস্যার ব্যাপারে উভয়ের অবস্থান হয় অভিন্ন আর নয়তো খুব কাছাকাছি। ৭০ লক্ষ শরণার্থী ভারতে প্রবেশ করায় দেশের শক্তি-সামর্থ্যের ওপর কতখানি গুরুতর চাপ পড়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তা বুঝিয়ে বলেন। বিস্তারিত আলোচনার পর উভয়পক্ষই তাঁদের এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আলোচ্য সমস্যার কোনো সামরিক সমাধান হতে পারে না। উভয়পক্ষ মনে করেন রাজনৈতিক সমাধানে উপনীত হওয়ার জন্য এবং শরণার্থীদের নিজ নিজ গৃহে প্রত্যাবর্তনের উপযোগী নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করার জন্য পূর্ব পাকিস্তানে জরুরি ব্যবস্থাদি অবলম্বন করা প্রয়োজন। একমাত্র এই ব্যবস্থাদিই পাকিস্তানের সমগ্র জনসাধারণের স্বার্থের এবং সংশ্লিষ্ট অঞ্চলে শান্তিরক্ষার উদ্দেশ্যের পরিপোষক হবে।
১৯৭১ সালের ২ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ সোভিয়েতের সভাপতিমণ্ডলীর সভাপতি মি. এন ভি পদগোর্নি পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে যে বার্তা পাঠান, তা থেকেই স্পষ্ট যে সোভিয়েত ইউনিয়ন সমস্যাটি উপলব্ধি করে এবং এজন্য ভারতীয় পক্ষ সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।…

সূত্র: বাংলাদেশের সংগ্রাম ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা