You dont have javascript enabled! Please enable it! সোভিয়েত যুব ও ছাত্র সংগঠনগুলোর বিবৃতি - সংগ্রামের নোটবুক

সোভিয়েত যুব ও ছাত্র সংগঠনগুলোর বিবৃতি

সোভিয়েত ইউনিয়নের যুব সংগঠনগুলোর কমিটি এবং ছাত্র পরিষদ এক বিবৃতিতে বলেছেন, সোভিয়েত যুব ও ছাত্র সমাজ আশঙ্কা ও উদ্বেগের সঙ্গে পূর্ব পাকিস্তানের ঘটনাবলি লক্ষ করে যাচ্ছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ সন্ত্রাস ও হিংসার পরিবেশে জনগণের আইনসম্মতভাবে নির্বাচিত প্রতিনিধি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানকে শেষ করে দিতে চাইছে।
পূর্ব পাকিস্তানের জনগণের স্বীকৃত নেতা, সমগ্র পাকিস্তানি জনগণের অতি জরুরি স্বার্থ ও গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রামরত যোদ্ধা মুজিবুর রহমানের লজ্জাজনক বিচার পূর্ব পাকিস্তান সমস্যার রাজনৈতিক মীমাংসার ওপর আঘাত হানছে, দক্ষিণ এশিয়ায় উত্তেজনাকে আরও ঘোরালো করে তুলছে এবং পূর্ব পাকিস্তানি শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তনের সমস্যার সমাধানের পথে ও দেশে পরিস্থিতি স্বাভাবিক করার পক্ষে অতিরিক্ত অসুবিধাসমূহের সৃষ্টি করছে।

পূর্ব পাকিস্তানের জনগণ ও যুব সমাজের বিরুদ্ধে সন্ত্রাস ও হিংসার এইসব কাজ সম্পর্কে সোভিয়েত যুব ও ছাত্র সমাজ ক্রোধ প্রকাশ করছে।
বিবৃতি বলা হয়েছে, সমগ্র পৃথিবীর প্রগতিকামী জনগণের, বিশ্ব গণতান্ত্রিক যুব ও ছাত্র আন্দোলনের সঙ্গে একযোগে আমরা দাবি করছি, মুজিবুর রহমানের বিচার বন্ধ করা হোক, পূর্ব পাকিস্তানি দেশভক্তদের মুক্তি দেওয়া হোক ও তাদের ওপর নির্যাতন বন্ধ করা হোক এবং শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তনের উপযোগী অবস্থা সৃষ্টি করা হোক।
আইনসম্মত অধিকার সুনিশ্চিত করার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রামে পূর্ব পাকিস্তানের জনগণের ও যুবসমাজের সঙ্গে আমরা সংহতি জ্ঞাপন করছি।

সূত্র: বাংলাদেশের সংগ্রাম ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা