বাঙলাদেশ সম্পর্কে বৃটিশ নীতি আবার প্রকট
লণ্ডন, ১০ জুন- এপি— জানাচ্ছে, গতকাল পার্লামেন্টে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এ্যালেক হিউম বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, পূর্ববঙ্গে অসামরিক সরকার পুনঃস্থাপিত না-হওয়া পর্যন্ত মােটের উপর শরণার্থীরা পূর্ববঙ্গে ফিরে যাবে না।
তিনি বলেছেন, ভারতে অবস্থানকারী বাঙলাদেশের শরণার্থীরা যতক্ষণ না বুঝবে যে তারা নিরাপদে দেশে ফিরতে পারে ততদিন এই পরিস্থিতির মীমাংসা হবে না।
অন্যান্য সংবাদ সংস্থা জানিয়েছে এই বিবৃতিতেও তিনি পূর্ববঙ্গের সমস্যাকে পাকিস্তানের আভ্যন্তরিক ব্যাপার বলে মত প্রকাশ করেছেন। তবে তাকে বলতে হয়েছে, ভারতে বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এসেছে তাদের প্রশ্ন নিয়ে দুটি দেশের মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে।
তিনি ভারত ও পাকিস্তান উভয় দেশকেই “সংযম অবলম্বনের জন্য পরামর্শ দিয়েছেন। লেবার পার্টি সদস্যরা প্রশ্নটিকে নিরাপত্তা পরিষদে পেশ করার জন্য দাবি জানালে তিনি বলেন যে, সংশ্লিষ্ট দেশ হিসাবে ভারত বা পাকিস্তান তা পেশ করতে পারে; কিন্তু তারা তা করতে গরজ দেখাচ্ছে না।
সূত্র: কালান্তর, ১১.৬.১৯৭১