৯ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- দিনাজপুর
পাক বাহিনী এদিন বদরগঞ্জে ক্যাপ্টেন আনোয়ারের দলের উপর আক্রমন করে। পাকিস্তানি বাহিনীর পক্ষে যুদ্ধ পরিচালনা করেন ব্রিগেডিয়ার আবদুল্লাহ খান মালিক। আক্রমনে ক্যাপ্টেন আনোয়ার পায়ে আঘাত প্রাপ্ত হন এবং তার ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তিনি পালিয়ে বদরগঞ্জ রেল স্টেশন চলে যান। সেখান থেকে কয়েক মাইল ভিতরে গ্রামে চলে যান। সেখানে তিনি কিছু বাঙালী সৈন্য দেখে তাদের সাথে মিলিত হন। ক্যাপ্টেন আনোয়ার সেখান থেকে ফুলবাড়ী চলে যান এবং তার বাহিনী খোলাহাটি অবস্থান নেয়।