৯ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- চট্টগ্রাম
মেজর শওকত হাবিলদার তাহেরসহ ১০ জন সৈনিক নিয়ে সকালে কালুরঘাট থেকে এক মাইল উত্তরে পাকবাহিনীর ক্যাম্প কৃষি ভবন আক্রমণ করেন। উভয় পক্ষের তুমুল সংঘর্ষে পাকিস্তানী অফিসার সহ কয়েকজন হতাহত হয়। পরে তারা শহরের দিকে পালিয়ে যায়। পাকসেনারা কালুরঘাট ও মদুনাঘাট দখলের চেষ্টা চালায়। ক্যাপ্টেন মাহফুজের দলের মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়। এখানে লেন্স নায়েক নায়েব আলী শহীদ হন। সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করে, চট্টগ্রাম বন্দর থেকে বিদ্রোহীদের সমূলে উচ্ছেদ করা হয়েছে।