বর্ষায় মার খাবার ভয়ে দিনাজপুরে পাকবাহিনী সঈদপুরে ঘাঁটি গড়েছে
(নিজস্ব সংবাদদাতা)
গঙ্গারামপুর (পশ্চিম দিনাজপুর), ৩১ মে বর্ষায় বাংলাদেশ মুক্তিফৌজের কাছ থেকে প্রচণ্ড আক্রমণের আশংকায় পাকসামরিক কর্তৃপক্ষ ব্যাপক ব্যবস্থা নিতে শুরু করেছে। তারা সঈদপুরে একটি বিমান ঘাঁটি নির্মাণ করছে এবং এই অঞ্চলে উত্তরবঙ্গের একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তুলতে চেষ্টা করছে। এই প্রস্তুতির অংশ হিসাবে সেনাবাহিনী সি এন্ড বি (পূর্ত জনগপথ) বিভাগের গুদাম সহ দিনাজপুরের সবকটি বড় বড় সিমেন্ট ও লােহার রড সঈদপুরে নিয়ে যাচ্ছে। এর মধ্যে দিনাজপুরের সি এন্ড বি’র গুদামে প্রায় ২ কোটি টাকা মূল্যেরও রড ও সিমেন্ট ছিল।
ব্যাপক আক্রমণের আশঙ্কায় সেনাবাহিনী দিনাজপুরে সব নৌকাগুলি মেরামতের কাজ শুরু করেছে। সেনাবাহিনী শক্তিশালী প্রতিরােধ ব্যবস্থা হিসাবে দিনাজপুর জেলার সীমান্ত এলাকা জুড়ে যেসব পরিখা খনন করেছে সেগুলির চারিদিকে কংক্রিট বেস্টন তৈরি করছে। বাঙলাদেশের জনৈক নেতা এ তথ্য জানালেন।
সূত্র: কালান্তর, ১.৬.১৯৭১