You dont have javascript enabled! Please enable it! 1971.08.28 | আবদুল গাফফার খানের পুত্র আবুদল ওয়ালি খানের বক্তব্য - সংগ্রামের নোটবুক

ওয়ালি খানের বক্তব্য

খান আবদুল গাফফার খানের পুত্র আবুদল ওয়ালি খান ছিলেন পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান। বাংলাদেশে সামরিক জান্তার কর্মকাণ্ড তিনি সমর্থন করেননি। কাবুলে বসে আগস্ট মাসে ভারতীয় এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তান ভেঙে যাবে, এখন ফেরার আর কোনো পথ নেই। তিনি আরো বলেছিলেন, দুধের ভাণ্ড ভেঙ্গে গেছে। সামরিক জান্তা এখন বসে বসে সেই গড়িয়ে পড়া দুধের জন্য কাঁদলে কোনো লাভ হবে না। তাঁর মতে, সামরিক জান্তার জন্য দু’টি পথ খোলা আছে। পাকিস্তান ভেঙ্গে যাওয়া মেনে নেওয়া এবং ১৯৪৭ সালের আগে ভারতবর্ষে তার যে স্থান ছিল সেটি মেনে নেওয়া। কিন্তু এটি কারো পক্ষে এমনকী ওয়ালি খান বলেছেন, তার পক্ষে মেনে নেয়াও সম্ভব নয়। অন্য বিকল্প হলো, পূর্ব পাকিস্তানের চলে যাওয়া মেনে পশ্চিম এশিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠ হওয়া।
ওয়ালি খানের মতে, বাংলাদেশ যুদ্ধের গুরুত্বে হলো, ধর্মের ভিত্তিতে একটি দেশ ঐক্যবদ্ধ থাকতে পারে- এ মিথ ভেঙে দেওয়া। সামরিক জান্তা মনে করেছিল, নির্বাচন তাদের বৈধতা দেবে এবং নির্বাচনে তাদের পক্ষের লোকজন নির্বাচিত হবে। তাদের সেই আশা পূরণ না হওয়ায় তারা বর্তমান পথ বেছে নিয়েছে। আসলে ক্ষমতা ত্যাগের কোনো ইচ্ছাই তাদের ছিল না।

সূত্র: India News, 28th August 1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন