বাংলার বিপ্লবী কমিটির আহ্বান
১৯৭১ সালে ওয়াশিংটনে মিয়া নওয়াব নামে একজন বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছিলেন বাংলাদেশকে সহায়তা করার জন্য। তিনি ছিলেন ‘বেঙ্গল রেভ্যুলিউশনারি কমিটি’র চেয়ারম্যান। এই সংস্থা এবং এর চেয়ারম্যান সম্পর্কে আর কোনো তথ্য পাইনি। খুব সম্ভব মিয়া নওয়াব ছিলেন প্রবাসী। বাস করতেন ওয়াশিংটনে। বাংলাদেশ আন্দোলনের সমর্থক। এপ্রিলে তিনি আবেদনটি করেছিলেন। এবং ১৮ এপ্রিল বাংলাদেশ সরকার মিয়া নওয়াবের বিবৃতিটি প্রেস বিজ্ঞপ্তি হিসেবে সবখানে পাঠিয়েছিল।
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও পটভূমির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, বিশ্বে এখন ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য যে আন্দোলন চলছে বাংলাদেশের সংগ্রাম তারই অংশ। দু’শতক আগে আমেরিকা তাদের দূরবর্তী শাসকদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল এটি তারই মতো। মার্কিনিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমাদের মতোই আমাদের দূরবর্তী সেই সরকারকে খাজনা দিতে হতো যাঁরা আমাদের উন্নয়ন নিয়ে মাথা ঘামাতো না, তোমাদের মতোই প্রতিনিধিত্ব করার অধিকার ছিল না।
মিয়া নওয়াব লিখেছেন, এই জঘন্য গণহত্যা বন্ধের ব্যবস্থা করতে হবে। তাদের সহায়তা না করলেই হবে বাংলাদেশকে সহায়তা করা। এবং “নব গঠিত গণতন্ত্রী এই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”
সবশেষে তিনি বলেছেন, কয়েক জেনারেশন ধরে এই যুদ্ধ চালাতে আমরা দ্বিধা করব না, কারণ ভারতের ইতিহাসই প্রমাণ করবে আমরা বিপ্লবী। আমরা অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু ও এ.কে. ফজলুল হকের মতো বাঙালি নেতাদের অনুসরণ করছি যাঁরা ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। আধুনিক যুগে আমরাই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রতিরোধ করেছিলাম।
“We, are the 75 million, are determined to win the holy war of independence from the Punjabis rule of barbarism. We love our country, we love our people and with God overhead, we will make our own fortune. LONG LIVE BANGLADESH.”
সূত্র: Sukumar Biswas (ed), Bangladesh Liberation War: Mujibnagar, Government. Documents 1971, Dacca, 2005.
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন