বাংলাদেশের সমর্থনে সুইডেন
আব্দুর রাজ্জাক সুইডেনে ছিলেন পাকিস্তান দূতাবাসে বাঙালি কূটনীতিবিদ। তিনি বাংলাদেশের পক্ষে এপ্রিলেই চলে আসেন ও সরকার তাঁকে সুইডেনে বাংলাদেশের প্রতিনিধি নিযুক্ত করে। আবদুর রাজ্জাক জানিয়েছিলেন সরকারকে যে, সুইডেনে ‘বেঙ্গল অ্যাকশন কমিটি’ গঠন করা হয়েছে এবং সুইডেনে পরিচিতজনরা যে সমর্থন করছেন। থমাস হামারবোগ নামে সুইডেনের একজন প্রখ্যাত সাংবাদিক কমিটির হয়ে জনমত সংগঠন করছেন। ইতোমধ্যে সুইডেনের কিছু সংসদ সদস্য, লেখক, সাংবাদিক বাংলাদেশের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করছেন। সুইডেনের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় টাউন উপসলাতেও এ ধরনের স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। শুধু তাই নয় স্টকহোমের বাইরে জংকোপিং-এ বাংলাদেশের পতাকা ওড়ানোর ও বাংলাদেশের সমর্থনে সমাবেশ করার অনুমতি পাওয়া গেছে।
সূত্র: Sukumar Biswas (ed) Bangladesh Liberation War: Mujibnagar, Government Documents, 1971, Dhaka, 2005.
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন