You dont have javascript enabled! Please enable it! 1971.05.02 | বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে কাঠমান্ডুতে ছাত্র বিক্ষোভ | নিউ এজ - সংগ্রামের নোটবুক

কাঠমান্ডুতে ছাত্র বিক্ষোভ

২৯ মার্চ, বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে কাঠমান্ডুতে পাকিস্তান দূতাবাসের সামনে নেপাল ন্যাশনাল ফেডারেশন অব স্টুডেন্টস এক প্রতিবাদ সমাবেশ করেন। বাঙালিদের পক্ষে তাঁদের সমর্থনের কথা তাঁরা তুলে ধরেন। সমাবেশ থেকে দূতাবাসের কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে লেখা হয়, বাঙালিদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে ও গণহত্যা বন্ধ করতে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মদন মোহন থাপা। বাঙালিদের ওপর গণহত্যা চালানোর জন্য তিনি ইয়াহিয়াকে দায়ী করেন। বাংলাদেশ থেকে ইয়াহিয়ার সৈন্যদের প্রত্যাহার করার দাবিও জানানো হয় স্মারকলিপিতে।

সূত্র: নিউ এজ, ২.৫.১৯৭১
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন