You dont have javascript enabled! Please enable it! 1971.05.15 | আমেরিকানস ফর ডেমোক্রেটিক অ্যাকশন এর প্রস্তাব - সংগ্রামের নোটবুক

আমেরিকানস ফর ডেমোক্রেটিক অ্যাকশন

ওয়াশিংটনে ছিল এ সংস্থার সদর দফতর। মে মাসের ১৫ তারিখে তাদের একটি কনভেনশন বা সমাবেশ অনুষ্ঠিত হয়। কনভেনশন থেকে একটি প্রস্তাব পাস করে জানানো হয়—
পূর্ব পাকিস্তানে এখন চলছে সামরিক আইন, সন্ত্রাস ও পরিকল্পিতভাবে বাঙালি নেতাদের নিধন। ভারতীয় উপমহাদেশে শান্তি এখন ব্যাপকভাবে হুমকির সম্মুখীন সেখানে জড়িয়ে পড়বে পাকিস্তান, ভারত, চীন, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। পূর্ব পাকিস্তানে এ রক্তাক্ত পরিস্থিতি সামাল দেওয়ার প্রধান দায়িত্ব জাতিসংঘের।
এ পরিপ্রেক্ষিতে এ ডি এ মার্কিন সরকারকে পাকিস্তানের গৃহযুদ্ধ থেকে দূরে থাকার জন্য নীতিগত পরিবর্তন আনার দাবি জানাচ্ছে;
১. পাকিস্তানে অস্ত্র সরবরাহ বন্ধ
২. পাকিস্তানে আর্থিক সহায়তা বন্ধ
৩. আমেরিকায় বসবাসরত বাঙালিদের সহায়তা যাঁরা একদিন নিজ দেশে ফিরে কর্মকাণ্ডে নিয়োজিত হবে
৪. জাতিসংঘের একটি তদন্ত কমিটি গঠন যার সদস্য হতে পারে জাপান, ইন্দোনেশিয়া এবং মরিশাস।

সূত্র: দলিলপত্র: খন্ড ১৩
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন