You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের বন্ধুরা বাঁচাতে চায় বাংলাদেশকে- ফ্রেন্ডস অব বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের বন্ধুরা বাঁচাতে চায় বাংলাদেশকে

ফ্রেন্ডস অব বাংলাদেশ, নিউ ইয়র্কে গঠিত হয়েছিল যে সভা, এপ্রিল মাসেই দেশজোড়া এক আবেদন প্রচার করেছিল। বন্ধুরা বলেছিল— আমেরিকার অর্থ এবং টাকা পশ্চিম পাকিস্তানিরা ব্যবহার করছে পূর্ব পাকিস্তানি ও গণতান্ত্রিকভাবে তাদের নির্বাচিত নেতাদের হত্যার জন্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে অস্ত্র ও অর্থের ওপর নিষেধাজ্ঞা করতে হবে যা করা হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের [১৯৬৫] সময়। “It can now stop the frantic and atracious killing of civilians in East Pakistan.”
কী করতে পারেন আপনারা: ৯ সেন্ট দিয়ে ১৫ শব্দের একটি পাবলিক অপিনিয়ন টেলিগ্রাম প্রেরণ করতে পারেন; ২.৫৫ ডলার দিয়ে ১০০ শব্দের একটি নাইট লেটার পাঠাতে পারেন। অপারেটরকে শুধু কংগ্রেসম্যান বা সিনেটরের নাম বলুন— ঠিকানা লাগবে না। তাদের অনুরোধ জানাবেন বলে- STOP SENDING MONEY AND ARMS TO PAKISTAN.

এখনই আমাদের ব্যবস্থা নিতে হবে
গেস্টাপোদের হত্যাযজ্ঞের মতো প্রতিদিন পূর্ব পাকিস্তানে হাজার হাজার মানুষ হত্যা করা হচ্ছে। সাইক্লোন শেষ হওয়ার পরই এ দুর্যোগ শুরু হয়েছে। এ কারণে চাল উৎপাদন না হলে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা যাবে। Help us avoid another Biafra, and Vietnam. এই টেলিগ্রাম পাঠান, আপনার বন্ধুকেও পাঠাতে বলেন। Friends of Bangladesh, Bangali Nation.

সূত্র: দলিলপত্র: খন্ড ১৩
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন