You dont have javascript enabled! Please enable it! 1971.07.24 | ভেনিজুয়েলা ও সিঙ্গাপুরে বাংলাদেশের গণহত্যার প্রতিবাদ - সংগ্রামের নোটবুক

ভেনিজুয়েলা ও সিঙ্গাপুরে প্রতিবাদ

ভেনিজুয়েলার বিশ্বশান্তি ও মানবাধিকার পরিষদ ভেনিজুয়েলান কাউন্সিল ফর ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটসের কর্মকর্তাদের মাঝে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বাংলাদেশের গণহত্যা পরিস্থিতি নিয়ে। অবশেষে ২৪ জুন ১৯৭১ সালে সংস্থার সেক্রেটারি জেনারেল ড. রিকার্ডো মলিনা মার্টি এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে জানালেন তাঁরা নিন্দা জানাচ্ছেন [Condemned] পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের প্রতিক্রিয়াশীল চক্র ও সমরবিদদের যাঁরা ফ্যাসিস্ট পদ্ধতিতে গণহত্যা চালাচ্ছে। কাউন্সিল একই সঙ্গে ভিকটিমদের প্রতি সমবেদনা জানাচ্ছে ও দাবি করছে এই সাম্রাজ্যবাদী গণহত্যা বন্ধে।
অন্যদিকে, সিঙ্গাপুরে আন্তর্জাতিক সমাজকল্যাণ কাউন্সিল বা ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার কাউন্সিলের অধিবেশন বসেছে। এটি ছিল আঞ্চলিক অধিবেশন যেখানে যোগ দিয়েছিল তাইওয়ান, ভিয়েতনাম, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, মালোয়েশিয়া, অস্ট্রেলিয়া, কোরিয়া ও ভারত। ৭ জুলাই অধিবেশনের শেষদিন কাউন্সিল বাংলাদেশের পক্ষে একটি প্রস্তাব পাস করে। তাঁরা গণহত্যার নিন্দা জানায়, সমবেদনা প্রকাশ করে শরণার্থীদের প্রতি। শরণার্থীদের সহায়তার জন্য তাঁরা বিভিন্ন সংস্থা ও দেশের প্রতি আহ্বান জানান।

সূত্র: দলিলপত্র: খন্ড ১৩
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন