You dont have javascript enabled! Please enable it! 1971.06.02 | পাকিস্তান চায় বাঙালিদের পূর্ববঙ্গ থেকে বের করে দিয়ে এর চেহারা বদল করে দিতে- মাইকেল বার্নস | Indian Express - সংগ্রামের নোটবুক

রাজনৈতিক চেহারা বদলে দিতে চায় পাকিস্তান

ব্রিটেনের পার্লামেন্টের শ্রমিক দলীয় সদস্য ডোনাল্ড চেসওয়ার্থের কথা আগে উল্লেখ করেছি। তিনি ব্রিটিশ দাতব্য সংস্থা ‘ওয়ার অন ওয়ান্টেরও ছিলেন চেয়ারম্যান। মাইকেল বার্নসও ছিলেন কমিটিতে। তিনি ছিলেন শ্রমিক দলীয় এম.পি.।
তাঁরা দু’জন জুন মাসে এসেছিলেন কলকাতায়। কলকাতায় ১ জুন বার্নস বলেন, পূর্ববঙ্গে যা ঘটছে এখন তা আর পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়। “বিশ্বের এখন এগিয়ে আসা উচিত এ ট্রাজেডির সমাধানে। ডোনাল্ড চেসওয়ার্থ বলেন, যা ঘটছে সেখানে তা বিশ্বশান্তির জন্য হুমকি স্বরূপ।”
মাইকেল বার্নস বলেন, চীনারা যেমন তিব্বতের চেহারা বদল করেছে তেমনি পাকিস্তানও চায় বাঙালিদের পূর্ববঙ্গ থেকে বের করে দিয়ে এর চেহারা বদল করে দিতে। তাঁরা দু’জনই ব্রিটেন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানান পাকিস্তানকে সবরকমের সহায়তা করা থেকে বিরত থাকতে। চেসওয়ার্থ বলেন, ব্রিটেনের মানুষজন ভাবতেও পারবে না পূর্ববঙ্গে কী ঘটছে।

সূত্র: Indian Express, 2.6.1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন