সুনামগঞ্জ জেলার স্মৃতিসৌধ/স্মৃতিফলকসমূহের তালিকা
ক্রমিক নম্বর | স্থানের নাম, ঠিকানা এবং জিআর , ম্যাপ শিট নম্বর | ঘটনার বর্ণিনা |
১ | সুনামগঞ্জ কলেজ প্রাঙ্গণ,
থানা: সদর। ৭৮ ৩/৮
|
শহীদ গিয়াস উদ্দিন, তালেব আহমেদ ও জ্যোতি সুনামগঞ্জ কলেজের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজ প্রঙ্গণে একটি শহীদ মিনার নির্মন হয়েছ। |
২ | মাধবপুর,
ইউনিয়ন: কালারুকা, থানা: ছাতক
|
২৬ মে ছাতক থানার বেতুরা গ্রামের পাশ দিয়ে ১৮জন যুবক মুক্তিযুদ্ধে যোগদানের জন্য যাওয়ার সময় পাকিস্তানিরা তাঁদের ধরে ফেলে এবং ১৭জনকে গুলি করে হত্যা করে । এখানে শহীদদের স্মরণে একটি স্মৃতিফলক নির্মিত হয়েছে। এটি শহীদ ১৭জনের স্মৃতিস্বরূপ ‘সতের শিখা’ নামে পরিচিত।
|