You dont have javascript enabled! Please enable it! সমনভাগ চা বাগান অপারেশন, মৌলভীবাজার - সংগ্রামের নোটবুক

সমনভাগ চা বাগান অপারেশন, মৌলভীবাজার

সমনভাগ চা বাগান মৌলভীবাজারের বড়লেখা থানা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ-পূর্বে অবস্থিত। পাথিরিয়া পাহাড়ের হিন্দু তীর্থ ক্ষেত্র- ‘মাধবতীর্থ-মাধবকুণ্ড জলপ্রপাতের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন অবস্থান নিয়ে সমনভাগ চা বাগান বড়লেখা চা বাগানগুলোর মধ্যে মনোরম পরিবেশের মাঝে অবস্থিত। পাক আর্মি বড়লেখায় ক্যাম্প করার পরে সমনভাগ চা বাগানে ক্যাম্প করে। সাথে সংযুক্ত হয় রাজাকার বাহিনী ও দালালরা। মুক্তিযোদ্ধারা স্বাভাবিকতা ব্যাহতের লক্ষ্যে প্রচেষ্টা চালায়। ফলে একের পর এক অভিযান চলে কারখানা, ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাটের ধ্বংসসাধনের জন্য। বিশেষ করে কারখানা ধ্বংস করে দুর্বল করতে হবে অর্থনৈতিক অবস্থা, এ অভিপ্রায় মুক্তিযোদ্ধাদের মাঝে বদ্ধমূল হলে অপারেশন চালানো হয় সমনভাগ চা বাগান কারখানায় ২৫ জুন রাতে। সমনভাগ চা বাগান অপারেশনে নিহত হয়েছে স্থানীয় সূত্রমতে ১০ জন কারখানার শ্রমিক আর ৫ জন রাজাকার।
[১২] গোপাল দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত