সাচনা অপারেশন, সুনামগঞ্জ
সাচনা জামালগঞ্জ থানার একটি প্রসিদ্ধ বাজার। এখান থেকে আজমিরীগঞ্জ ও আশেপাশের হাওরে পাকিস্তানী বাহিনী মাঝে মাঝে হামলা করত। এছাড়া গেরিলাদের চলাফেরার নিরাপত্তার জন্যও এই ক্যাম্পটি থেকে পাকিস্তানীদের উচ্ছেদ প্রয়োজন ছিল। এখানে সালেহ চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা কনভেশন পদ্ধতিতে যুদ্ধ করে। দুই দিন পর পাকিস্তানী সৈন্য পালিয়ে গেলে সাচনা মুক্ত হয়।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত