You dont have javascript enabled! Please enable it! সদরখালে শত্রুর উপর তাৎক্ষণিক অভিযান, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

সদরখালে শত্রুর উপর তাৎক্ষণিক অভিযান, চট্টগ্রাম

সদরখাল এলাকা হলো একটি পানি পথ এলাকা। যা হাটহাজারী থেকে কর্ণফুলী নদীর সাথে মিশেছে। এবং চট্টগ্রাম শহরে পৌঁছেছে। এই পথটি ছিল রাজাকার ও পুলিশ বাহিনীর চলাচল পথ। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ক্যাপ্টেন করিম ও কমান্ডার নাসির সহ ১০/১১ জনের দল এই অভিযান পরিচালনা করেন। মুক্তিযোদ্ধা দলটি নৌকাযোগে বেতাগী গ্রামে যাওয়ার পথে দুটি নৌকাতে রাজাকার ও পুলিশ বাহিনীকে দেখতে পান। তারা নৌকা দুটোকে অনুসরণ করে লাম্বারহাট এসে নেমে ঝোপের আড়ালে সুবিধাজনক অবস্থায় অবস্থান নেন। পরে ঐ নৌকা দুটি খালের ভেতর দিয়ে সামনের দিকে আসলে, অতর্কিতে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালায় এতে রাজাকাররা কেউ কেউ খালে ঝাঁপিয়ে পড়ে। অপর তীর থেকে পাল্টা গুলিও চালাতে থাকে রাজাকাররা। কিছুক্ষণ পর তারা টিকতে না পেরে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। এখানে মুক্তিযোদ্ধারা সাফল্য পায় ও মানসিকভাবে শক্তি সঞ্চয় করে।
[৫৯৭] কে. এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত