শাহবাজপুরের যুদ্ধ, সিলেট
২৬ এপ্রিল লে. হেলাল মোরশেদের তত্ত্বাবধানে মৌলানা দেওয়ানবাগী তেলিয়াপাড়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ২ প্লাটুন মুক্তিফৌজ নিয়ে গভীর রাতে শাহবাজপুরে পাকবাহিনীর ক্যাম্পে আক্রমণ করেন। এটিই ছিল মুক্তিযুদ্ধের প্রথম অপারেশন। গভীর রাতের এ আক্রমণের সময় প্রহরারত কয়েকজন পাকসেনা ছাড়া সবাই ঘুমাচ্ছিল। আকস্মিক এ আক্রমণে পাকবাহিনী দিশেহারা হয়ে পড়ে। কারণ তারা তখন ভাবতেও পারেনি মুক্তিযোদ্ধারা এভাবে আক্রমণ করতে পারে। এ যুদ্ধে অনেক পাকসেনা নিহত হয়। মাওলানা দেওয়ানবাগী এ যুদ্ধে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এ যুদ্ধে তিনি ৩০ জনের সেকশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে। ফলে অপারেশন শেষে মুক্তিযোদ্ধারা নিরাপদে তাদের পূর্বনির্ধারিত মাধবপুর ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হন।
[১১৯] শাহজাহান আলম সাজু
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত