You dont have javascript enabled! Please enable it! শিকরামপুর হাট, বাড়ৈখালী যুদ্ধ, মুন্সিগঞ্জ - সংগ্রামের নোটবুক

শিকরামপুর হাট, বাড়ৈখালী যুদ্ধ, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাকসেনাদের নৃশংস হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে প্রতিরোধ গড়ে তুলতে থাকে। এরই এক পর্যায়ে সেপ্টেম্বর মাসে বাড়ৈখালী ইউনিয়নের শিকরামপুর হাটে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের সম্মুখ যুদ্ধ হয়। নবাবগঞ্জ থেকে পাকসেনা বোঝাই তিনটি গানবোট শিকরামপুর পৌছালে মুক্তিযোদ্ধারা সশস্ত্র হামলা চালায়। এ যুদ্ধে হানাদার বাহিনীর শতাধিক সৈন্য নিহত হয়। গানবোট তিনটি নদীতে তলিয়ে যায়। এ যুদ্ধের সফল নেতৃত্ব দেন ফ্লাইট সার্জেন্ট ওমর মিয়া। তার সাথে শহীদুল আলম সাইদ, ফজলে এলাহী, জামাল চৌধুরী (দয়াহাটা), আতিকুল্লাহ মাসুদ ও আউয়াল ছিলেন।
[১৮৭] হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত