You dont have javascript enabled! Please enable it! 1971.12.11 | মুক্তারপুর ফেরিঘাটের যুদ্ধ, মুন্সিগঞ্জ - সংগ্রামের নোটবুক

মুক্তারপুর ফেরিঘাটের যুদ্ধ, মুন্সিগঞ্জ

মুক্তিযুদ্ধের একবারে শেষ পর্যায়ে, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ সদর থানার পাকসেনারা হরগঙ্গা কলেজের ক্যাম্প ত্যাগ করে রাতের অন্ধকারে ধলেশ্বরী নদী পার হয়ে মুক্তারপুর চরে আশ্রয় নেয়। তাদের উদ্দেশ্য ছিল নিকটবর্তী শক্ত ঘাঁটি ঢাকা বা নারায়ণগঞ্জে পৌছানো। মুক্তারপুর ফেরিঘাট ছিল মুন্সীগঞ্জ থেকে ঢাকা বা নারায়ণগঞ্জ যাবার একমাত্র ফেরী ও লঞ্চঘাট। ১২ ডিসেম্বর এ এলাকার মুক্তিযোদ্ধারা ধলেশ্বরী নদীর দক্ষিণ পাড়ে চর মুক্তারপুরে অবস্থানরত পলায়নপর পাকিস্তানীদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। এতে পাকসেনাদের প্রভূত ক্ষতি হয় এবং শেষপর্যন্ত মুক্তিযোদ্ধাদের আক্রমণের সামনে টিকতে না পেরে পাকসেনারা ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ বন্দরের দিকে চলে যায়। এ যুদ্ধে প্রায় ৩ জন পাকসেনা নিহত হয় এবং পাকসেনাদের ফেলে যাওয়া বহু অস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত