মুক্তিফৌজ
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পাকিস্তান নিয়মিত বাহিনী, অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের বলা হতো মুক্তিফৌজ। আসলে মুক্তিযুদ্ধের সশস্ত্র কর্মকাণ্ডে যোগদানকারী প্রতিটি মানুষই ছিলেন মুক্তিফৌজ বা মুক্তিযোদ্ধা। রণাঙ্গনের কর্মকাণ্ডে এরা সকলেই ছিলেন দেশপ্রেমিক মুক্তিবাহিনীর সদস্য। তবে মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর আদলে যে তিনটি বাহিনী গড়ে তোলা হয়েছিল, অর্থাৎ ‘জেড ফোর্স’, ‘এস ফোর্স’ ও ‘কে ফোর্স’-এঁরা সাধারণভাবে মুক্তিফৌজ নামে অভিহিত হতেন। মুক্তিফৌজ ও মুক্তিবাহিনীর মধ্যে মূলত কোনো তফাৎ নেই।
হারুন হাবীব
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত