You dont have javascript enabled! Please enable it! 1971.06.18 | মিয়ার বাজার যুদ্ধ-১, কুমিল্লা - সংগ্রামের নোটবুক

মিয়ার বাজার যুদ্ধ-২, কুমিল্লা

১৮ জুন রাত ৯টায় কুমিল্লার মিয়ারবাজারের দক্ষিণে আরেক দল মুক্তিযোদ্ধা পাক সেনাদের ২টি বাংকারের উপর আক্রমণ চালায়। এ আক্রমণে ৭ জন পাকসেনা নিহত হয়। পাকসেনারা পরে সমস্ত রাত বিরামহীন মর্টারের গোলা ছুঁড়তে থাকে। মুক্তিযোদ্ধাদের দলটি ‘থিখা’ রেলওয়ে ষ্টেশনের কাছে কয়েকটি ট্যাংক বিধ্বংসী মাইন রাস্তায় পুঁতে রাখে। পাকসেনাদের একটি জিপ রাতে ঐ রাস্তায় যাওয়ার পথে মাইনের ওপর পড়ে যায় এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে ৫ জন পাকসেনাও নিহত হয়।
[১৮] আবুল কাশেম হৃদয়

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত