মানিকনগর যুদ্ধ -১, মেহেরপুর
মেহেরপুর সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে এবং মুজিবনগর এলাকা থেকে ৩ কিলোমিটার উত্তরে মানিকনগরের অবস্থান। এ গ্রামের পশ্চিমে রয়েছে বিশাল খোলা মাঠ ও নিচু জমি। পাকসেনারা মুজিবনগর ক্যাম্প স্থাপনে ব্যর্থ হওয়ায় ৩০ এপ্রিল ১৯৭১-এ মানিকনগরে একটি ক্যাম্প স্থাপন করে। একাত্তরের মে, জুন এবং জুলাই মাসের বিভিন্ন সময়ে এ অবস্থানের ওপর মুক্তিযোদ্ধারা আক্রমণ করেও শত্রুমুক্ত করতে পারে নি। পরবর্তীকালে ১৯৭১ সালের আগস্ট মাসে উত্তর-পশ্চিম দিক থেকে প্রচণ্ড আক্রমণের মাধ্যমে মুক্তিযোদ্ধারা এ এলাকা শত্রুমুক্ত করে। এ যুদ্ধে ১৮/২০ জন পাকিস্তানী সৈন্য নিহত হয়।
[৫৭] ইকবাল জাফর খন্দকার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত