মারকুলি ক্যাম্প অপারেশন, হবিগঞ্জ
মারকুলি বানিয়াচং থানার উত্তরে অবস্থিত একটি নদীবন্দর। পাকিস্তানীরা মারকুলি হয়েই ভৈরব থেকে সুনামগঞ্জের তাহিরপুর ও দিরাই, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ এবং শেরপুর পর্যন্ত নদীপথে চলাফেরা করত। ৫ নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মুসলিম উদ্দিনের নির্দেশে রমেশ চন্দ্র পাণ্ডে দুলন তার দল নিয়ে পাকিস্তানী বাহিনীর ওয়ারলেস সেট সংগ্রহ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন। পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধার দল মারকুলির পাকিস্তানী পুলিশ ক্যাম্পে আক্রমণ করলে ক্যাম্পে অবস্থানরত পুলিশ নদীতে ঝাঁপ দেয়। মুক্তিযোদ্ধারা তাদেরকে ধাওয়া করে দুজন পাকিস্তানী পুলিশকে ধরে নিয়ে আসে। তাদের ফেলে যাওয়া অস্ত্র, ওয়ারলেস সেট উদ্ধার করে ক্যাপ্টেন মুসলিম উদ্দিনের নিকট জমা দেয়।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত