মালিগ্রাম রেইড, কানাই ঘাট, সিলেট
সিলেটের কানাইঘাট থানা সদর থেকে ৩ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত মালিগ্রাম স্থানীয় গণবাহিনী কোম্পানির মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে অংশ নেয়। ১৮ আগস্ট রাতে ২৪ জন রাজাকার এই গ্রামের পাশে রাজার বন্দের সেতু, নাপিত খালের সেতু এ দুটি পাহারা দেয়। এদিকে মুক্তিসেনারা মালিগ্রামের কুতুব উদ্দিন, হাবিব আলী, মরশ্বর আলীর বাড়িতে অবস্থান নেয় পাকিস্তানী আর্মি এলেই আক্রমণ করবে। কিন্তু পাকিস্তানী আর্মি না আসায় পরিকল্পনা পরিবর্তন করে গভীর রাতে প্রহরারত রাজাকারদের উপর আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে যুদ্ধ চলে। অবশেষে দুজন রাজাকার মারা যায় বাকি রাজাকার পালিয়ে যেতে বাধ্য হয়। প্রভাতে যুদ্ধ শেষ হয়ে গেলেও পরের দিন পাকিস্তানী আর্মি নিরীহ গ্রামবাসীদের ধরে নিয়ে যায় এবং ২৪ জন গ্রামবাসীর জীবনের বিনিময়ে প্রতিশোধ নেয় পাকিস্তানী সৈন্য।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত