You dont have javascript enabled! Please enable it! 1971.07.18 | মাচাইন ক্যাম্প আক্রমণ, মানিকগঞ্জ - সংগ্রামের নোটবুক

মাচাইন ক্যাম্প আক্রমণ, মানিকগঞ্জ

১৯৭১ সালের ১৮ জুলাই মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন হালিম চৌধুরীর নেতৃত্বে শতাধিক মুক্তিযোদ্ধা স্থলপথে এবং ডেপুটি কমান্ডার আব্দুর রউফ খানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি টহল দল ২টা দেশী নৌকাযোগে রাত আনুমানিক ১১ টার সময় মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয় থানার সীমান্তস্থলে অবস্থিত মাচাইন গ্রামে পাকসেনা ক্যাম্পে আক্রমণ করেন। মুক্তিবাহিনী ও পাকসেনাদের মাঝে এখানে তুমুল যুদ্ধ হয় এবং এ যুদ্ধে পাকসেনাদের শোচনীয় পরাজয় ঘটে। মুক্তিযোদ্ধারা ক্যাম্প দখল করেন এবং প্রচুর গোলাবারুদ ও রসদ তাদের হস্তগত হয়। [৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত